১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ

image

সোমবার রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও শান্ত ৪৫ রান তুললেও এরপর ধস নামে। মিচেল ব্রেসওয়েলের বোলিংয়ে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অপ্রয়োজনীয় শটে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। কেবল অধিনায়ক শান্ত এক প্রান্ত ধরে রেখে ৭৭ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি ১১০ বলের ছিল এবং ৯টি চারে সাজানো। শেষদিকে জাকের আলী ৪৫ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। পরে কেন উইলিয়ামসন মাত্র ৫ রানে ফিরে গেলে ধাক্কা খায় দল। তবে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে দলকে স্থিতিশীল করেন। রবীন্দ্র ১১২ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয়ের পথে এগিয়ে দেন।

শেষদিকে গ্লেন ফিলিপস ও মিচেল ব্রেসওয়েল সহজেই ম্যাচ শেষ করেন, ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে কিউইরা। পরাজয়ের ফলে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে, অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা ও উইকেট হারানোর প্রবণতা বাংলাদেশের হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading