বিপিএল ২০২৪-এ চিটাগং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কানাডিয়ান মডেল ও হোস্ট ইয়েশা সাগর। ইয়েশা অভিযোগ করেছেন, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তার পারিশ্রমিক এখনো সম্পূর্ণ পরিশোধ করা হয়নি, চুক্তির বাইরের কাজ করতে বলা হয়েছিল এবং তার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল।
বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছেড়ে যান ইয়েশা সাগর, যা নিয়ে তখনই নানা গুঞ্জন উঠেছিল। ফেসবুক পোস্টে তিনি জানান, চিটাগং কিংস তার পারিশ্রমিক দেরিতে পরিশোধ করেছে এবং এখনো পুরো অর্থ দেয়নি। তার চুক্তিতে না থাকা সত্ত্বেও, তাকে ফ্র্যাঞ্চাইজির একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতে বাধ্য করা হয়েছিল। ১৯ জানুয়ারি তার ভিসার মেয়াদ শেষ হলেও, ফ্র্যাঞ্চাইজি সেটি নবায়নের আশ্বাস দিয়ে দীর্ঘদিন পাসপোর্ট আটকে রেখেছিল। একাধিকবার ফলোআপের পর ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পান তিনি।
ইয়েশা আরও জানান, পাসপোর্ট ফেরত পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি আইনি নোটিশ পেয়েছিলেন, যা তার জন্য বিব্রতকর ছিল। নিরাপত্তাহীনতার কারণে কিছু শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তিনি বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে, ভবিষ্যতে তিনি আবারও বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী জানিয়েছেন, পারিশ্রমিক চুক্তি অনুযায়ী সময়মতো দেওয়া হতো, তবে ইয়েশা অতিরিক্ত অর্থ দাবি করেছিলেন।
বিপিএল শেষ হলেও, চিটাগং কিংস ও ইয়েশা সাগরের এই বিরোধ এখনো আলোচনার কেন্দ্রে। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: