০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বিশ্ব
বেলুচ বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের সামরিক বহরে ব্যাপক প্রাণহানি

image

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, রবিবার পাকিস্তানি সামরিক বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯০ জন সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ মাত্র ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। হামলাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নোশকি এলাকায়, আরসিডি মহাসড়কের রকশান মিলের কাছে সংঘটিত হয়। বিদ্রোহীরা জানিয়েছে, বহরে থাকা আটটি বাসের একটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বিস্ফোরণে।

পাকিস্তানি সামরিক বহরকে টার্গেট করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। হামলায় মোট ৯০ জন সেনা নিহত হয় এবং সম্পূর্ণ একটি বাস ধ্বংস হয়। পরিকল্পিত অভিযানে পুরো বহরকে ধ্বংস করার চেষ্টা করা হয়।

পাকিস্তানের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাফর জানিয়েছেন, হামলায় মাত্র ৫ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সামরিক বহরটি তাফতান সীমান্তের দিকে যাচ্ছিল, তখন বিস্ফোরকভর্তি গাড়ি বাসের একটির সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়েছেন।

১২ মার্চ: কোয়েটার কাছে মাশকাফ টানেলে বিদ্রোহীরা জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে। সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারী ছিল, যাদের স্নাইপার দিয়ে হত্যা করা হয়, যখন তারা জিম্মিদের মধ্যে বসে ছিল।

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলা আরও জোরদার হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেলুচ বিদ্রোহীদের আক্রমণ আরও ভয়াবহ রূপ নিতে পারে। সরকারি ও বিদ্রোহী উভয় পক্ষের তথ্যের মধ্যে পার্থক্য থাকলেও, এই হামলা পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading