যুক্তরাজ্যের সংসদে একাধিক এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনায় জড়িয়ে না পড়তে এবং যেকোনো সামরিক পদক্ষেপের আগে সংসদীয় সম্মতি নিশ্চিত করতে। বিশ্বজুড়ে যখন ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, তখন ব্রিটিশ পার্লামেন্টে সরকারকে সতর্ক বার্তা দিয়েছেন বিরোধী দলের এমপিরা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন ইরাক ও লিবিয়ার যুদ্ধের ইতিহাস এবং সংসদীয় অনুমোদন ছাড়া কোনো সামরিক পদক্ষেপের বিপদ।
ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার সময় লেবার পার্টির এমপি আবতিসাম মোহাম্মদ বলেন, “ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন পর্যন্ত প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে আমাদের স্পষ্ট নিশ্চয়তা প্রয়োজন যে সংসদের সম্মতি ছাড়া কোনো সামরিক সহায়তা যুক্তরাজ্য দেবে না।” তিনি আরও বলেন, “সরকার কি ইরাক ও লিবিয়ার যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এখন আরও দায়িত্বশীল অবস্থান নেবে?” জবাবে পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, “যুক্তরাজ্য স্পষ্টভাবে ইসরায়েলের সামরিক পদক্ষেপে অংশগ্রহণ করেনি।” তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের আঞ্চলিক অবস্থান এবং সামরিক ঘাঁটি—বিশেষ করে সাইপ্রাস, বাহরাইন ও কাতারে—একটি কৌশলগত ভূমিকা রাখছে।
ব্যারি গার্ডিনার, আরেকজন লেবার এমপি, প্রশ্ন তোলেন—যুক্তরাজ্য কি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) থেকে স্বাধীন যাচাইয়ের দাবি জানিয়েছে? তিনি বলেন, “২২ বছর আগে UNSCOM ও UNMOVIC-এর ব্যর্থতা ইরাকে বহু প্রাণহানি ঘটিয়েছিল, তাই আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।”
ইসরায়েল-ইরান সংকট ঘিরে বৈশ্বিক অস্থিরতা যখন বেড়ে চলছে, তখন যুক্তরাজ্য সরকারের প্রতি দেশটির এমপিদের স্পষ্ট বার্তা—বিচক্ষণতা, স্বচ্ছতা এবং সংসদীয় সম্মতির ভিত্তিতেই যেন সব সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতের ভুল না繞রাতে সবাইকেই সতর্ক থাকতে হবে।
অনলাইন ডেস্ক
Comments: