মোটা হওয়া, ডায়াবেটিস ও হৃদরোগ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের কিংস্টন বরোতে "অস্বাস্থ্যকর" খাবার, ভ্যাপিং ও জুয়া সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা ও জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য যুক্তরাজ্যের বিভিন্ন স্থান ইতিমধ্যে ‘স্বাস্থ্যবান্ধব বিজ্ঞাপন নীতি’ চালু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিংস্টন বরো।
যুক্তরাজ্যের কিংস্টন কাউন্সিল তাদের এলাকায় জাঙ্ক ফুড, ভ্যাপিং এবং জুয়া সম্পর্কিত সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। এর মূল লক্ষ্য হলো ডায়াবেটিস ও স্থূলতা (ওবেসিটি) প্রতিরোধ করা এবং বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষা করা। ২০২৩ সালের কিংস্টনের যৌথ কৌশলগত স্বাস্থ্য মূল্যায়নে (Joint Strategic Needs Assessment) দেখা যায়, প্রতি বছর ওজনজনিত কারণে প্রায় ২,০০০ নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হচ্ছে। একই রিপোর্টে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের অকাল মৃত্যুর পাঁচটি প্রধান কারণ হলো: তামাক সেবন, অ্যালকোহল, উচ্চ ওজন, দুর্বল খাদ্যাভ্যাস এবং উচ্চ রক্তচাপ।
নতুন নীতিমালাটি কার্যকর হলে, তা সব কাউন্সিল মালিকানাধীন সম্পত্তি, বিজ্ঞাপন চুক্তি ও প্রভাবাধীন মিডিয়াতে প্রযোজ্য হবে। নীতিটি প্রাথমিকভাবে নতুন বিজ্ঞাপন চুক্তিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং পুরোনো চুক্তিগুলোকে নবায়নের সময় নতুন নিয়ম মানতে হবে। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যবান্ধব জীবনধারা প্রচারে সহায়তা পাওয়া যাবে এবং এলাকাবাসীকে বিপজ্জনক পণ্যের প্রভাব থেকে রক্ষা করা যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে যুক্তরাজ্যের ২৪টি স্থানীয় কর্তৃপক্ষ এবং লন্ডনের ৯টি বরো এ ধরনের বিজ্ঞাপন নীতি বাস্তবায়ন করেছে। আগামী ১৭ জুন কিংস্টনের পিপলস কমিটি এই প্রস্তাবটি অনুমোদনের বিষয়ে ভোট দেবে।
স্থূলতা ও দীর্ঘমেয়াদি রোগ বৃদ্ধির বিপরীতে কার্যকর পদক্ষেপ হিসেবে কিংস্টনের প্রস্তাবিত বিজ্ঞাপন নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শুধু জনস্বাস্থ্য রক্ষায় নয়, স্বাস্থ্য-সচেতন সমাজ গড়ার দিকেও এক বড় পদক্ষেপ। আগামী ১৭ জুনের ভোটে সিদ্ধান্ত চূড়ান্ত হলে, এই মডেল অন্য শহরগুলোতেও অনুসরণযোগ্য হয়ে উঠতে পারে।
অনলাইন ডেস্ক
Comments: