০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
যুক্তরাষ্ট্র
আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকায় ভারতের প্রতিবেশী দেশও

image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে যাওয়ার জন্য কিছু দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন। সম্প্রতি আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত এই নিষেধাজ্ঞার সম্ভাব্য তালিকায় ভারত সহ চারটি প্রতিবেশী দেশও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, ট্রাম্প প্রশাসন পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করার বদলে কিছু দেশকে আংশিক বা শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা দিতে পারে।

এ তালিকা আমেরিকার জাতীয় সুরক্ষার চিন্তা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে। তবে, হোয়াইট হাউস এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

নিউ ইয়র্ক টাইমস প্রথমে এই নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করে, পরে রয়টার্স এই তালিকা সম্পর্কে জানায়। তালিকায় মোট ৪১টি দেশ রয়েছে, যেগুলি তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

প্রথম ভাগ (১০টি দেশ): এই দেশগুলির উপর আমেরিকা ভ্রমণে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তালিকায় আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া রয়েছে।

দ্বিতীয় ভাগ (৫টি দেশ): এই দেশগুলির উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হতে পারে। হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়া এই তালিকায় রয়েছে।

তৃতীয় ভাগ (২৬টি দেশ): এই দেশগুলির উপর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যদি ৬০ দিনের মধ্যে সরকার ঘাটতি পূরণে উদ্যোগ না নেয়। পাকিস্তান, ভুটান এর মধ্যে রয়েছে।

এ তালিকা এখনও চূড়ান্ত হয়নি এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন পায়নি।

এখনো এই তালিকা চূড়ান্ত হয়নি, তবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে। আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ফলে আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading