০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স

image

ফ্রান্সের এমপি রাফায়েল গ্লাকসম্যান যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাওয়ার দাবি তুলেছেন। তার মতে, মার্কিন মূল্যবোধে পরিবর্তন এসেছে, যা এই উপহারের মূল উদ্দেশ্যের পরিপন্থী। ফ্রান্স ১৮৮৫ সালে স্ট্যাচু অব লিবার্টি উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দেয়। এটি স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতীক হিসাবে পরিচিত।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নীতিগুলো স্ট্যাচুর মূল বার্তার সঙ্গে যায় না। তিনি আরও অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র এখন মানবাধিকার লঙ্ঘন করছে এবং গবেষকদের উপর দমননীতি প্রয়োগ করছে। গ্লাকসম্যান দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার ইস্যু এই মূর্তির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি স্ট্যাচু অব লিবার্টির ডিজাইন করেন, যা ১৮৮৬ সালে মার্কিন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড উদ্বোধন করেন।

ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে কথা বলেছেন গ্লাকসম্যান। তিনি মার্কিন গবেষকদের ফ্রান্সে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের ডানপন্থি নেতাদেরও সমালোচনা করেছেন তিনি।

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাওয়ার বিষয়টি একটি আন্তর্জাতিক বিতর্কের সৃষ্টি করেছে। এটি শুধু একটি মূর্তি নয়, বরং মানবাধিকার ও গণতন্ত্রের প্রতীক। ফ্রান্সের এই দাবির ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও মূল্যবোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading