যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা খাতে বিশাল দুর্নীতির অভিযোগ তুলেছেন ইলন মাস্ক। তিনি দাবি করেছেন, মৃত ব্যক্তিরাও সরকারি ভাতা পাচ্ছেন, যা বড় ধরনের প্রশাসনিক গাফিলতি। ইলন মাস্কের এক্স পোস্টে বলা হয়েছে, শতবর্ষ পার করা মানুষদের জন্য সরকারি অর্থ ব্যয়ের বিষয়টি সন্দেহজনক। তার এই মন্তব্য ঘিরে ওয়াশিংটনজুড়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসন থেকে বিষয়টি অতিরঞ্জিত বলা হলেও, তদন্তের দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্রে ১০০-৩০০ বছর বয়সী নাগরিকরা সরকারি ভাতা পাচ্ছেন। সামাজিক নিরাপত্তার তথ্য বিশ্লেষণ করে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তিনি। প্রশাসন এখনো তথ্যভাণ্ডার সংশোধন করেনি।
মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এটা সফটওয়্যারের ত্রুটি। ২০১৫-২০২২ সালের মধ্যে ১.৮ শত কোটি ডলার ভুলভাবে বিতরণ হয়েছে। সরকারি নথি সংশোধন করতে প্রয়োজন ৯০ লাখ ডলার, যা এখনই ব্যয় করতে রাজি নয় প্রশাসন।
মাস্ক তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে দুর্নীতির মূল হোতাদের খুঁজে বের করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা আইন পাশ হয়। ২০২০ সালের জনগণনায় শতবর্ষী মানুষের সংখ্যা ছিল মাত্র ৮০,০০০, কিন্তু নথিতে ২ কোটি মানুষকে সরকারি ভাতা দেওয়ার তথ্য আছে। 'টোয়াইলাইট' সিনেমার রক্তচোষা বাদুড়ের সঙ্গে তুলনা করে মাস্ক বলেছেন, মৃত ব্যক্তিদের নামেও সরকারি ভাতা তোলা হচ্ছে।
এপি জানিয়েছে, প্রশাসনিক ত্রুটি থাকলেও, মাস্কের তথ্য অতিরঞ্জিত।
ইলন মাস্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় দুর্নীতির ইঙ্গিত মিলেছে। যদিও প্রশাসন একে সফটওয়্যারের ত্রুটি বলছে, তবে তদন্ত হলে বড় দুর্নীতি ফাঁস হতে পারে।
অনলাইন ডেস্ক
Comments: