সীমান্ত উত্তেজনার মাঝে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের প্রতিরক্ষা জবাব দিয়েছে বলে দাবি করলো পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ভারতের সীমান্ত আগ্রাসনের পাল্টা জবাবে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের—যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, ভারতীয় বাহিনীর সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তিনি বলেন, “পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং আক্রমণের নির্ভুল জবাব দিয়েছে।”
সামা টিভির অনলাইন সংস্করণ জানায়, ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তার মধ্যে বাহাওয়ালপুর সীমান্ত সংলগ্ন ভারতের অংশে একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ এবং ভারত-শাসিত কাশ্মীরের আওয়ান্টিপোরার কাছে আরেকটি রাফায়েল গুলি করে নামানো হয়।
পাকিস্তানের সরকারি সূত্র জানায়, অভিযানে অংশ নেওয়া সব যুদ্ধবিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে এবং কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে ভারতের কিছু সংবাদমাধ্যমেও পাকিস্তানের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার খবর প্রকাশিত হয়েছে, যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
পাক-ভারত সীমান্তে চলমান সামরিক উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দুই দেশের মধ্যে এই ধরণের সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ কেবল দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই নয়, আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য না আসা পর্যন্ত পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।
অনলাইন ডেস্ক
Comments: