০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
বিশ্ব
ভারতের ‘অপারেশন সিঁদুর’: পাকিস্তানে অন্তত ৯ সন্ত্রাসী ঘাঁটিতে হামলা

image

ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে চালিয়েছে লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান, যেটি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সন্ত্রাসবাদ প্রতিরোধের নামে চালানো এই অভিযানের পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে।

ভারত সরকার এক সরকারি বিবৃতিতে জানায়, পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। এই সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। বিবৃতিতে বলা হয়, “ভারতের এই পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং কোনোভাবেই উত্তেজনা উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়।”

সরকার দাবি করেছে, এই ঘাঁটিগুলো থেকে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন হচ্ছিল। গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি এবং লক্ষ্য নির্ধারণ ও অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”
ভারতের দাবি অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ ছিল একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসবাদবিরোধী অবকাঠামো ধ্বংস করা।

এই অভিযানের পর পাকিস্তান সেনাবাহিনী কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।” দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিনের বৈরী এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সামরিক উত্তেজনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযান শুধু উপদ্রবকারী ঘাঁটি ধ্বংসে সীমাবদ্ধ থাকলেও, এর কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হতে পারে। পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading