০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
বিশ্ব
ট্রাম্প তার নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড চালু করেছেন, নাম দিয়েছেন ট্রাম্প টি১

image

ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসায়িক সাম্রাজ্যকে সম্প্রসারিত করে এবার বাজারে আনলেন একটি নতুন স্মার্টফোন – ‘Trump T1 Mobile’। “মেইড ইন আমেরিকা” ট্যাগলাইনে বাজারে আসা এই ফোনটি শুধুমাত্র প্রযুক্তি নয়, বরং দেশপ্রেম এবং মার্কিন উৎপাদনের উপর গুরুত্বারোপ করে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবার যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে নতুন স্মার্টফোন ব্র্যান্ড – Trump Mobile। ১০ বছর আগে ট্রাম্পের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিনটিকে স্মরণ করে এই মোবাইল ফোনটি Trump Tower, নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। ফোনটি Trump T1 Mobile নামে পরিচিত এবং এটি Made in America ট্যাগসহ লঞ্চ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব সেলুলার সেবা না থাকলেও Mobile Virtual Network Operator (MVNO) হিসেবে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান মোবাইল নেটওয়ার্ক থেকে সেবা গ্রহণ করে গ্রাহকদের কাছে পৌঁছাবে।

দাম: ৪৯৯ ডলার (প্রায় ৪২,৮৯৩ টাকা), প্রাথমিক ডাউন পেমেন্ট $১০০

ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি AMOLED, ১২০ হার্জ রিফ্রেশ রেট

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা

RAM ও Storage: ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ (এক্সপ্যান্ডেবল)

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫

সিকিউরিটি: ফিঙ্গারপ্রিন্ট ও AI ফেস আনলক

‘Trump T1 Mobile’ শুধুমাত্র একটি স্মার্টফোন নয়, এটি একটি মার্কিন প্রযুক্তির প্রতীক হিসেবেও বাজারে প্রবেশ করছে। এর মাধ্যমে ট্রাম্প ব্র্যান্ড আবারও প্রমাণ করলো যে তারা রাজনীতি ছাড়াও মার্কিন পণ্যপ্রেমী নাগরিকদের জন্য একাধিক ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading