০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
খেলা
বাংলাদেশ নারী ফ্লোরবল দল শীতকালীন স্পেশাল অলিম্পিকে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় করলো

image

বাংলাদেশের অ্যাথলেটরা কখনো মূল অলিম্পিকের পদক জিততে পারেনি, তবে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ অবদান রেখেছে অসংখ্য পদক দিয়ে। এবার তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিকে নারী ফ্লোরবল দল স্বর্ণ জয় করেছে। শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে বাংলাদেশ নারীদের ফ্লোরবল দল গত ১৫ মার্চ ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। গত আসরেও তারা এই ইভেন্টে স্বর্ণ পেয়েছিল।

বাংলাদেশের নারী ফ্লোরবল দল ১৫ মার্চ তুরিনে শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে ফাইনালে উঠে। ফাইনাল ম্যাচে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা, তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন। ফ্লোরবল দলের কোচ জাহিদ হোসেন রাজু, যিনি বিকেএসপির হকি কোচ। দলের দলনেতা সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম এবং উপ-দলনেতা কামরুন্নাহার ডানা।

বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্যারা অলিম্পিক ও স্পেশাল অলিম্পিক দুটি গেমস আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতি আসরে সামার স্পেশাল অলিম্পিকে অসংখ্য পদক জিতলেও শীতকালীন স্পেশাল অলিম্পিকে ফ্লোরবলই বাংলাদেশের একমাত্র অংশগ্রহণের খেলা। স্পেশাল অলিম্পিকের গেমসে শীত প্রধান দেশের খেলার উপযোগীতা থাকলেও ফ্লোরবল ইনডোর খেলা হওয়ায় বাংলাদেশ এতে অংশগ্রহণ করে।

বাংলাদেশের নারী ফ্লোরবল দল শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় করে দেশের গৌরব বৃদ্ধি করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের জন্য এ এক অনবদ্য সাফল্য, যা বাংলাদেশের স্পেশাল অলিম্পিকের প্রতি নিবেদিত অবদানকে আরও উজ্জ্বল করে তোলে।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading