বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড হেরেছে বার্নলির কাছে। হারিয়েছে সরাসরি প্রিমিয়ার লিগে উঠার সুযোগ। ম্যাচ শেষে সমর্থক বচসায় জড়ালেন হামজা, উঠেছে বর্ণবিদ্বেষের অভিযোগও। ইংলিশ চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বার্নলির কাছে হেরে প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা খেলো শেফিল্ড ইউনাইটেড। মাঠে বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী ছিলেন দুর্দান্ত, কিন্তু ম্যাচ শেষে এক বিব্রতকর ঘটনার কেন্দ্রে চলে আসেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে ২-১ ব্যবধানে পরাজিত হয় শেফিল্ড ইউনাইটেড। এতে বার্নলি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি উত্তরণ, আর শেফিল্ড নেমে গেছে প্লে-অফ পর্বে। ম্যাচটিতে পুরোদমে খেলেছেন হামজা চৌধুরী। তবে ম্যাচ শেষে সমর্থকদের আচরণ ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বার্নলি সমর্থকরা ম্যাচ শেষে মাঠে ঢুকে পড়েন। তখন হামজার সঙ্গে তারা ঠাট্টা-মশকরায় জড়ান, যা রূপ নেয় উত্তপ্ত বাক্য বিনিময়ে। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী ও ক্লাব স্টাফরা জোর করে হামজাকে মাঠ থেকে সরিয়ে টানেলে নিয়ে যান।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামজার প্রতি বার্নলি সমর্থকদের ব্যবহার ছিল বর্ণবাদমূলক ও অশোভন। স্কাই স্পোর্টসের ভিডিও ফুটেজে দেখা যায়, এক পুলিশ কর্মকর্তা হামজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং পরে তাকে টানেলে নিয়ে যাওয়া হয়। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, 'স্টুয়ার্ডদের দেখা মেলেনি, মাঠের পরিস্থিতি আতঙ্কজনক হয়ে পড়েছিল।'
এই মৌসুমে আগেও শেফিল্ড ইউনাইটেডকে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য জরিমানা করা হয়েছে। এবারও ম্যাচ রিপোর্টে রেফারি যদি ঘটনার উল্লেখ করেন, তাহলে ক্লাবটি নিরাপত্তার অভাবকে উল্লেখ করে আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য হামজা চৌধুরীর পারফরম্যান্স গর্বের হলেও, ইংলিশ ফুটবলের বিতর্কিত দিক এবারও সামনে এল। শেফিল্ড ইউনাইটেড প্লে-অফে এখনও প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ রাখলেও, সমর্থকদের আচরণ এবং নিরাপত্তা ঘিরে প্রশ্ন রয়ে গেছে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর কী পদক্ষেপ নেয় ফুটবল কর্তৃপক্ষ।
অনলাইন ডেস্ক
Comments: