০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
খেলা
এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে, নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি

image

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরিয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। আজকের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় এবং এনজিওগ্রামের পর তাঁর হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে প্রথমে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টারে ঢাকা নেওয়া সম্ভব হয়নি, তাই কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র নিশ্চিত করেছে যে, বিকেএসপির মাঠেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবালের সুস্থতা এখন সকলের কাম্য। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন, এবং তাঁর শারীরিক অবস্থার আপডেটের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading