ব্রিটেনের উচ্চ নিরাপত্তার কারাগারে সন্ত্রাসী ও অপরাধীদের ভয়ঙ্কর জোট, জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে। বন্দীদের শেখানো হচ্ছে বোমা তৈরির কৌশল, বিনিময়ে শিখছে অর্থ পাচার ও ডার্ক ওয়েব ব্যবহারের পদ্ধতি—গবেষণায় মিলেছে ভয়াবহ চিত্র।
ব্রিটেনের সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারগুলোতে সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের মধ্যে ভয়ংকর সহযোগিতার সম্পর্ক গড়ে উঠছে। এক গবেষণায় উঠে এসেছে, সন্ত্রাসীরা বন্দী গ্যাং সদস্যদের বোমা তৈরির কৌশল শেখাচ্ছে এবং এর বিনিময়ে শিখছে অর্থ পাচার, ডার্ক ওয়েব ব্যবহার ও অস্ত্র সংগ্রহের মতো অপরাধমূলক কৌশল।
গবেষণাটিতে জানা গেছে, এই বিপজ্জনক জোট জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে। কারাগারগুলোকে এখন "ব্ল্যাক হোল" হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে নিয়ন্ত্রণহীন পরিবেশে সহিংসতা, দুর্নীতি ও অপরাধীদের একে অপরের সঙ্গে মেলামেশার সুযোগ তৈরি হয়েছে।
ছায়া বিচার সচিব রবার্ট জেনরিক এই পরিস্থিতিকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, “এটি কেবল নিরাপত্তার দুর্বলতা নয়, বরং জাতীয় হুমকির স্পষ্ট প্রকাশ।”
গবেষণার লেখক ড. হান্না বেনেট সতর্ক করে বলেন, “কিছু বন্দী বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছে, আবার অন্যরা ডার্ক ওয়েব ও আর্থিক অপরাধে পারদর্শী হচ্ছে।” তার মতে, কারাগার এখন চরমপন্থী ও অপরাধীদের ‘সুযোগের প্ল্যাটফর্ম’ হয়ে উঠেছে।
এই জোটের কারণে কারাগারের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। মুক্তি পাওয়া অনেক বন্দী হাইব্রিড কার্যক্রম চালিয়ে যাচ্ছে—যা কখনও আদর্শিক চরমপন্থায় আবার কখনও সংঘবদ্ধ অপরাধ চক্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
প্রতিবেদনে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে ২০০৪ সালের মাদ্রিদ বোমা হামলা ও আল-কায়েদার অর্থ জোগাড়ের কৌশল। এসব ঘটনায় সন্ত্রাসীরা মাদক ব্যবসা ও কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ সংগ্রহ করেছিল।
ড. বেনেট তার প্রতিবেদনে আরও বলেন, “ঝুঁকি কেবল আদর্শিক নয়, তা অপরাধমূলকও। আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে একক দৃষ্টিভঙ্গিতে না দেখে ওভারল্যাপ বিশ্লেষণ করতে হবে।”
ব্রিটিশ কারাগারগুলোতে সন্ত্রাসী ও অপরাধীদের মধ্যে এই ভয়ংকর মেলবন্ধন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষক ও নিরাপত্তা বিশ্লেষকরা। উন্নত গোয়েন্দা তৎপরতা, কর্মী প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ কারাগার শনাক্তে কাঠামোগত মূল্যায়ন পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নইলে ভবিষ্যতে এই ‘ব্ল্যাক হোল’ কারাগারগুলো থেকেই জন্ম নিতে পারে নতুন ধরনের জাতীয় হুমকি।
অনলাইন ডেস্ক
Comments: