০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২
ব্রিটেন
গোল্ডম্যান শ্যাক্সে সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

image

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আবারও কর্পোরেট জগতে ফিরলেন, এবার বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাক্সে। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে সুনাকের নতুন কর্পোরেট পদক্ষেপ বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে।

গোল্ডম্যান শ্যাক্স ঘোষণা করেছে, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাদের প্রতিষ্ঠানে একজন সিনিয়র উপদেষ্টা হিসেবে খণ্ডকালীন কাজ শুরু করেছেন। ২০২৪ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডেভিড সলোমন বলেন, “ঋষিকে আবারও স্বাগত জানাতে আমরা অত্যন্ত আগ্রহী। তিনি আমাদের ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন এবং বিশ্বজুড়ে আমাদের কর্মীদের সঙ্গে সময় কাটাবেন।”

সুনাক তার নতুন ভূমিকায় ব্যবসায়িক পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য রিচমন্ড প্রজেক্ট’-এ আয় দান করবেন, যা যুক্তরাজ্যে গণিতশিক্ষার উন্নয়নে কাজ করছে।

ব্রিটিশ অ্যাডভাইজরি কমিটি অ্যাকোবা সুনাকের এই নতুন চাকরি নিয়ে কিছু সতর্কতা জারি করেছে। গোল্ডম্যান শ্যাক্সে কাজ করলেও তিনি—

প্রধানমন্ত্রীর দায়িত্বকালীন ক্লায়েন্টদের পরামর্শ দিতে পারবেন না।

সার্বভৌম সম্পদ তহবিল বা সরকারি লবিং-এ অংশ নিতে পারবেন না।

অ্যাকোবার ভাষ্য অনুযায়ী, সুনাকের এ পদে যোগদান কিছু ঝুঁকি তৈরি করলেও তা সীমিতভাবে নিয়ন্ত্রিত হবে।

সুনাক ২০০০ সালে প্রথম গোল্ডম্যান শ্যাক্সে ইন্টার্ন হিসেবে যোগ দেন এবং ২০০১-২০০৪ সাল পর্যন্ত বিশ্লেষক হিসেবে কাজ করেন। পরে তিনি একটি বিনিয়োগ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হন।

রাজনীতিতে প্রবেশের পর তিনি কোভিড মহামারির সময় চ্যান্সেলর হিসেবে খ্যাতি অর্জন করেন এবং ২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হন।

প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার পর সুনাক অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল এবং মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউটে যোগ দিয়েছেন। যদিও এসব পদে কোনো বেতন নিচ্ছেন না, তবে বক্তৃতার জন্য তিনি ইতিমধ্যেই ৫ লক্ষ পাউন্ডের বেশি আয় করেছেন।

ঋষি সুনাকের গোল্ডম্যান শ্যাক্সে ফিরে আসা তার রাজনৈতিক ও আর্থিক অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় উপস্থাপন করছে। কর্পোরেট ও নীতিনির্ধারণী মহলে তার প্রভাব ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।








অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading