আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও স্টুডেন্ট ভিসা চালু করল যুক্তরাষ্ট্র। তবে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে হবে আনলক, নজরদারির আওতায় যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’, ‘এম’ এবং ‘জে’ ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু করছে। তবে এবার আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল উন্মুক্ত রাখতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে আবেদনকারীদের সামাজিক পোস্ট, মতামত এবং আচরণ বিশ্লেষণ করে দেখা হবে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব, বিদ্বেষ, সন্ত্রাসবাদ-সমর্থন বা ইহুদি-বিরোধী কার্যকলাপের প্রবণতা রয়েছে কিনা। যদি প্রোফাইল প্রাইভেট থাকে, তাহলে তা "গোপনীয়তা বা অসৎ উদ্দেশ্য" হিসেবে বিবেচিত হতে পারে।
এই নতুন নির্দেশনা মূলত 'এফ' ভিসার জন্য হলেও, প্রযুক্তি শিক্ষার্থীদের 'এম' ও বিনিময় শিক্ষার্থীদের 'জে' ভিসার আবেদনকারীরাও এই নীতির আওতায় পড়বেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত তথাকথিত ‘বামপন্থী কার্যক্রম’ রোধ করা। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বেশ কিছু বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং ইহুদি-বিরোধী সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ লক্ষ্যে হার্ভার্ডসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুদান স্থগিত, শিক্ষার্থী বিতাড়ন ও ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হলেও তা অনেকাংশেই আদালতের বাধায় থেমে আছে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানায় ওপেন ডোর্স।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা চালুর সিদ্ধান্ত শিক্ষার সুযোগ ফিরিয়ে আনলেও, এবার প্রক্রিয়াটি অনেক কঠিন ও নজরদারিপূর্ণ হয়েছে। সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাইয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও সতর্কভাবে আবেদনকারীদের নির্বাচন করবে, যা অভিবাসন নীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
অনলাইন ডেস্ক
Comments: