১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২
ব্রিটেন
পশ্চিম লন্ডনে ২৪ বছর বয়সী যুবক ছুরিকাঘাতে নিহত, ঘড়ি ডাকাতির সন্দেহ

image

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আবারও ঘটল ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা, প্রাণ হারাল এক তরুণ। পশ্চিম লন্ডনের অভিজাত এলাকায় ছুরিকাঘাতে হত্যাকাণ্ড লন্ডনের নাগরিক নিরাপত্তা ও ঘড়ি ছিনতাই সংক্রান্ত অপরাধ প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

পশ্চিম লন্ডনের নাইটসব্রিজ এলাকায়, একটি পাঁচ তারকা হোটেল ও ক্যাসিনোর সামনে বুধবার রাতে ছুরিকাঘাতে নিহত হন ২৪ বছর বয়সী এক যুবক। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি একটি ঘড়ি ডাকাতির ঘটনা হতে পারে। ঘটনাটি ঘটে রাত ৯টা ৩০ মিনিটের দিকে, হ্যারডস ও হাইড পার্কের কাছাকাছি সেভিল স্ট্রিটে পার্ক টাওয়ার হোটেলের সামনে। আহত যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, এবং দ্রুত ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছায়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এবং বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে।

পুলিশ ঘটনাস্থলে একটি ক্রাইম সিন (অপরাধস্থল) কর্ডন করে রেখেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হোটেল ও ক্যাসিনো এলাকা সাধারণত নিরাপদ বলে বিবেচিত হলেও সম্প্রতি মূল্যবান ঘড়ি ও অলঙ্কার নিয়ে ছিনতাই বেড়েছে। পুলিশ তদন্তে ঘড়ি ছিনতাই গ্যাং জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়নি, তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। নিহত যুবকের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশের একাধিক ইউনিট তদন্তে যুক্ত রয়েছে।

প্রবেশাধিকার নিয়ন্ত্রিত অভিজাত এলাকায় এমন একটি হত্যাকাণ্ড লন্ডনের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলেছে। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে দাবি করছেন স্থানীয়রা।









অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading