খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনিক সংকটে অচলাবস্থা ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, উপাচার্য অবরুদ্ধ, একাডেমিক কার্যক্রম স্থগিত
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। এছাড়া, ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে। অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন। বাসা ভাড়া নিয়ে থাকা শিক্ষার্থীরাও অনিশ্চয়তায় ভুগছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে তৎপর রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুয়েট প্রশাসন সংকট সমাধানে কাজ করছে বলে জানিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
অনলাইন ডেস্ক
Comments: