১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
পিকনিকের বাস থেকে মাথা বের করে প্রাণ গেল স্কুল ছাত্রের

image

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ব্যরিষ্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলামের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার  সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে।  শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সোনাকান্দর বাঘমারা এলাকার সরিষাবাড়ী- জামিরা সড়কে এঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায়, ব্যরিষ্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সাথে বারি খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে রাশেদুল ইসলাম।  আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।





এম আর সাইফুল, জামালপুর 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading