১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
তিন জেলার মিলনস্থল; এক পা পিরোজপুরে,আরেক পা বরগুনায়, হাত ছুঁয়েছে ঝালকাঠিকে

image


আপনি কি কখনো ভেবেছেন,এক পা রাখবেন এক জেলায়,আরেক পা থাকবে ভিন্ন জেলায়? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমন একটি জায়গা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে।সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি নতুন করে আলোচনায় এনেছে এই স্থানটিকে।মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘুরে ফেলতে পারেন পিরোজপুর,বরগুনা ও ঝালকাঠি—তিনটি জেলা।

এই রহস্যময় মিলনস্থলটি হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজারহাট, বরগুনার বামনা উপজেলার লক্ষীপুরা এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোরখালি।প্রকৃতির এক অপার বিস্ময়,যেখানে তিনটি জেলার সীমান্ত এসে মিলেছে এক মোহনায়।এক নদীর বাঁকে একসঙ্গে তিন জেলা।

স্থানটির বিশেষত্ব হলো একটি নদীর মোহনা যা তিন জেলাকে একসূত্রে গেঁথেছে।স্থানীয় বাসিন্দাদের জন্য এটি দৈনন্দিন জীবনের অংশ হলেও ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।বরগুনার বামনা উপজেলার লক্ষীপুরা এলাকার মোঃ মোমেন জানান,আমরা চাইলে পাঁচ মিনিটের মধ্যেই আমাদের জেলা থেকে অন্য জেলায় যেতে পারি।সন্ধ্যার আড্ডা দিতে কিংবা বাজার করতে সহজেই পাশের জেলায় চলে যাই।



ভ্রমণপ্রেমীরা যদি ভিন্ন কিছু দেখতে চান,তবে এই জায়গাটি আপনাদের জন্যই।এক পা এখানে,আরেক পা ওখানে।এই জায়গাটির আরেকটি মজার দিক হলো, আপনি যদি ঠিক সীমান্তরেখায় দাঁড়ান,তবে এক পা থাকতে পারে পিরোজপুরে,আরেক পা বরগুনায়,আর হাত ছুঁতে পারে ঝালকাঠি জেলাকে। বাংলাদেশে এমন অভিজ্ঞতা খুব কম স্থানেই পাওয়া যায়।এ যেন বন্ধুত্ব,ভ্রাতৃত্ব আর প্রকৃতির মেলবন্ধন।স্থানীয়রা যুগ যুগ ধরে এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা নাহিদ মিয়া রুবেল বলেন,এটি শুধু ভ্রমণের জায়গা নয়,আমাদের সম্পর্কেরও প্রতীক।আমাদের সন্তানরা এক জেলার স্কুলে পড়ে, বাজার করতে যাই অন্য জেলায়,আবার সন্ধ্যার আড্ডায় অন্য জেলায় গিয়ে বসি।প্রকৃতির এই বিস্ময় আমাদের আরও কাছাকাছি এনেছে। কোন ভ্রমণপ্রেমী যদি এই স্থানে আসেন তবে তিন নদীর মোহনা ও সবুজ প্রকৃতির অপূর্ব সমারোহে পিরোজপুর,বরগুনা,ঝালকাঠি জেলার মানুষের ঐতিহ্য,সংস্কৃতি ও জীবনযাত্রা সহ একসঙ্গে তিন জেলা দেখার বিরল সুযোগ পাবেন।

কোন ভ্রমণপ্রেমী যদি খুব কম সময় ও স্বল্প খরচে ঢাকা বা দেশের অন্য কোন প্রান্ত থেকে এখানে আসতে চান তাহলে পিরোজপুর,বরগুনা বা ঝালকাঠিতে এসে স্থানীয় যানবাহনে রাজারহাট,লক্ষীপুরা বা জোরখালি যাওয়া যায়।সবচেয়ে মজার অভিজ্ঞতা হবে নৌকায় করে তিন জেলার মোহনায় ভ্রমণ করা। এই স্থানটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, তিন জেলার মানুষের মিলনস্থল।প্রকৃতির এক বিস্ময়কর উপহার।





তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর (মঠবাড়িয়া)

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading