১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত চলছে

image

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে। অগ্নিসংযোগের সময় কাফির পরিবারের ছয় সদস্য ঘরের ভেতরে ছিলেন।

কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঘটনার তথ্য নিশ্চিত করেন। অগ্নিসংযোগের সময় ঘরের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান জানান, সৌভাগ্যবশত সবাই নিরাপদে ঘর থেকে বের হতে পেরেছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তদন্ত চলছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে প্রশাসনের তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে কাফির পরিবার ও স্থানীয় জনগণ।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading