গত ২৩ ফেব্রুয়াররি দিবাগত রাত অনুমান ১টার থেকে রাত ৩ টার মধ্যে সময়ে অজ্ঞাতনামা চোরেরা পরস্পর সঙ্গোপনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার বসতবাড়ীর গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি করে নিয়া যায় চুরেরা।
উক্ত ঘটনার বিষয়টি নিয়ে বিশ্বনাথ গোয়লা থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশনা মোতাবেক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৫ই মার্চ রাতের দেড়টার সময় শ্রীমঙ্গল সদর ইউপির অন্তর্গত নোয়াগাঁও সাকিনস্থ কাদির মিয়া ও তাজদু মিয়া‘ উভয়ের গোয়াল ঘর থেকে ৪টি গরু উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত নোয়াগাঁও এর বাসিন্দা মৃত মবত মিয়ার ছেলে কাদির মিয়া (৩৬), একই এলাকার মৃত মকসুদ উল্ল্যার ছেলে মোঃ তাজুদ মিয়া (৪৫)কে আটক করে থানায় নিয়ে আসা হয়। বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
Comments: