রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার মাত্র ১৫ টাকা কেজি দরে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য সংকটের আশঙ্কা নেই জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধের ফলে চোরাচালান ঠেকাতে সীমান্ত নজরদারি বাড়ানো হয়েছে।
খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাংলাদেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। রমজানে খাদ্য সহায়তা: দেশের ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে। ঈদ উপহার: ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে। চোরাচালান প্রতিরোধ: মিয়ানমারের রাখাইনে খাদ্য সংকটের কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা। বর্তমানে দেশে ১৩ লাখ টন চাল ও গম মজুত রয়েছে। সরকার দাম সহনশীল রাখতে পদক্ষেপ নিচ্ছে, যাতে রমজানে বাজার স্থিতিশীল থাকে। সীমান্তে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকায় চাল সরবরাহসহ ঈদে এক কোটি পরিবারকে বিনামূল্যে চাল প্রদান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ। পাশাপাশি, চোরাচালান প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: