১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
সিলেট বিভাগে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ’র কৃতিত্ব

image


ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ এ অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি ইতিপূর্বে গত ২২শে জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশ নেন।

গত ২৬শে ফেব্রুয়ারি ইসলামীক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মো: রেজা উন- নবী ও ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহিউদ্দিন মজুমদার সহ বিশিষ্টজনেরা।

কর্মজীবনি ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ বর্তমানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌরীশংকর বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আব্দুল বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উত্তর চুনঘর জামে মসজিদের খতিব ছিলেন। ভবিষ্যতে তিনি জাতীয় পর্যায়ে সফলতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।



তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading