১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
টিলা ধসে মাটি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

image

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম;রিপা বুনার্জী (১৪)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার বাসিন্দা শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী।

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে তার দুই ফুপু জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাড়ির কাজের জন্য মাটি আনতে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে যায়। সেখানে পাহাড়ের টিলার নিচে খনন করার একপর্যায়ে মাটি ধসে পড়লে রিপা ও তার ফুপু জ্যোতিকা নিচে চাপা পড়ে। এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে এলাকায় খবর দেন। পরে পৌনে ৫টায় এলাকাবাসীর সহযোগিতায় ধসে পড়া মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে রিপা সেখানে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সব তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন প্রতিবেদককে বলেন, ‘কিশোরী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




তিমির বনিক, মৌলভীবাজার 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading