১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
তালাকের জেরে শাশুড়িকে কুপিয়ে জখম, জামাতা গ্রেপ্তার

image

পিরোজপুরের মঠবাড়িয়ায় তালাকের জেরে জামাতার হাতে শাশুড়ি হামলার শিকার হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গিলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ধারালো দা দিয়ে কুপিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে সাবেক জামাতা খোকন হাওলাদারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হামিদা আক্তার রিজভী (৬০) কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত হামিদার মেয়ে মাছুমা বেগম (৩৫) বাদী হয়ে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মাছুমার সঙ্গে বিয়ে হয় উজিরপুর উপজেলার ভাসানচর গ্রামের মৃত মো. ওসমান গণির ছেলে খোকন হাওলাদারের। বিয়ের পর ব্যবসার কাজে তারা কেরানীগঞ্জের পুরান ভাড়াইল্লা (খালমোড়া) এলাকায় বসবাস করতেন। সেখানে মাছুমার নামে জমি কিনে বাড়িও করেন খোকন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কিন্তু পারিবারিক কলহের জেরে গত বছর আগস্ট মাসে মাছুমা স্বামী খোকনকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকেই খোকন ক্ষুব্ধ ছিলেন। শনিবার সন্ধ্যায় খোকন গিলাবাদ গ্রামে এসে শাশুড়ি হামিদা আক্তারের ঘরে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামিদাকে উদ্ধার করে এবং খোকনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, "হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"




তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading