১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
পাসপোর্টের জন্য আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টা

image

সরকার পাসপোর্ট প্রক্রিয়া সহজতর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে—এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন হবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক থাকছে না। এই সিদ্ধান্ত আইন করে কার্যকর করা হয়েছে, যা প্রশাসনের মধ্যে স্বস্তি ও নাগরিকদের মধ্যে স্বাচ্ছন্দ্য তৈরি করবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “পাসপোর্ট করতে পুলিশ ভেরিফেকশন লাগবে কেন? এটি নাগরিক অধিকারের অংশ।” জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র পেতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তাই পাসপোর্টের ক্ষেত্রেও এটি তুলে দেওয়া হলো। সরকার ইতোমধ্যে আইন পরিবর্তন করে পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের বিধান বাতিল করেছে।

জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রশংসা করে হাততালি দেন। প্রধান উপদেষ্টা জানান, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জনগণের কাছে পর্যাপ্তভাবে পৌঁছায়নি। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য ফেসবুকে শেয়ার করেছেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পাসপোর্ট সংক্রান্ত নতুন এই নীতির ফলে প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হবে। সরকারের এই উদ্যোগ প্রশাসনিক জটিলতা কমিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করবে।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading