১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
মঠবাড়িয়ায় রাতের আঁধারে বণিক সমিতির কমিটি গঠন; ব্যবসায়ীদের প্রতিবাদে মানববন্ধন

image

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যবসায়ীদের মতামত উপেক্ষা করে রাতের আঁধারে বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গোপনভাবে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।



গত শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌরসভা ভবনের সামনে ব্যবসায়ীরা এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নিজামুল কবির মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, জাকির খান, আবুল কালাম আজাদসহ অনেকে।



বক্তারা বলেন, ২০ বছর ধরে নির্বাচন ছাড়াই বণিক সমিতির কমিটি গঠন করা হচ্ছে, যা অন্যায় ও স্বেচ্ছাচারিতা। তারা দ্রুত একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শামীম মৃধা ও সদস্য শরীফ মো. আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এ নিয়ে ব্যবসায়ী মহলে ক্ষোভ আরও বেড়েছে।



তাই ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন,"অবাধ নির্বাচন না হলে কঠোর আন্দোলন" যদি দ্রুত স্বচ্ছ নির্বাচন ঘোষণা করা না হয়,তবে তারা আরও বড় ধরনের আন্দোলনে নামবেন। নতুন কমিটি গঠনের ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে।এতে বাজারের ব্যবসায়িক পরিবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।





তানভীর হাসান, নিজস্ব সংবাদাতা

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading