১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
সাজেকের পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, একাধিক কটেজ ও রেস্টুরেন্ট পুড়ে ছাই!

image

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে সোমবার দুপুরে একটি কটেজে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পাশের কটেজ ও রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন ব্যাপক আকার ধারণ করেছে। আজ, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার দুপুরে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ইকুপ ভ্যালি নামক একটি কটেজে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং একে একে রাস্তার দুই পাশের কটেজগুলো পুড়ে যায়।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় জানান, "বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখন প্রায় সব কটেজে আগুন লেগেছে।" তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের উপস্থিতি না হওয়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি অনিত্য ত্রিপুরা জানান, "আমরা কংলাক পাহাড়ে জরুরি সভায় যাচ্ছিলাম, তখন খবর পেলাম সাজেক ভ্যালিতে আগুন লেগেছে।" তিনি আরও জানান, দিঘীনালা ফায়ার সার্ভিসকে অবহিত করার পরও, তাদের প্রায় ৪০-৪২ কিলোমিটার পথ পার করতে এক ঘণ্টারও বেশি সময় লাগলো, যা আগুনের বিস্তার রোধ করতে ব্যর্থ হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চাকমা বলেন, "দুপুরের প্রচণ্ড রোদ এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সাজেক ভ্যালিতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।"

সাজেকের পর্যটনকেন্দ্রে ঘটে যাওয়া এই আগুনের ঘটনা স্থানীয়দের জন্য এক বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পর্যটন কেন্দ্র হিসেবে সাজেকের গুরুত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার পুনর্বিবেচনা প্রয়োজন বলে স্থানীয় প্রতিনিধিরা মন্তব্য করেছেন।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading