১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
নেত্রকোনায় স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে খুন, আদালতে যুবকের জবানবন্দি

image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে রাজীব তালুকদারকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন এক যুবক। শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। রাজীব তালুকদারকে হত্যার ঘটনায় নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্ত যুবক। তিনি জানান, রাজীব একাধিকবার তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছিলেন। প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে রাজীবকে হত্যা করেন তিনি।

শনিবার বিকেলে নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক কামাল হোসাইন আসামির জবানবন্দি গ্রহণ করেন। আসামির দাবি, তাঁর স্ত্রীকে বারবার উত্ত্যক্ত ও ধর্ষণ করায় প্রতিশোধ নিতে রাজীবকে হত্যা করেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজীবকে ফোন করে ডেকে এনে নির্জন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে যুবককে আটক করে। পরে নিহতের স্ত্রী মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। রাজীব তালুকদারের বিরুদ্ধে চুরি ও মাদকের পাঁচটি মামলা ছিল। এছাড়া এলাকায় নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও ছিল।

রাজীবের রক্তাক্ত লাশ শুক্রবার সকালে সড়কের পাশে পাওয়া যায়। আসামি ফেরি করে পণ্য বিক্রি করায় বাড়িতে কম থাকতেন, যা রাজীব সুযোগ হিসেবে কাজে লাগাতো। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যাকাণ্ড ঘটানোর কথা আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত যুবক। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, এবং আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading