১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস পালিত

image

"বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরত্রীর উন্নয়ন" এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ পালিত হয়েছে।

সোমবার (৩রা মার্চ) দুপুরের দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিজার্ভ ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন। 
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী।

সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিলা পতমী, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খাঁন ও বনকর্মী বাবুল মিয়া প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একসাথে কাজ করার আহ্বান জানান। সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা, সিএমসির সদস্য ও সিপিজি'র সদস্যরা উপস্থিত ছিলেন



তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading