১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবক গ্রেপ্তার

image

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ই মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন হাবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।
থানা সূত্রের বরাতে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানের নির্দেশনায় থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় পুলিশের একটি দল বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading