পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজ নগর এলাকার ভাটার পোল সংলগ্ন কৃষিজমি থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃদ্ধকে এর আগে এলাকায় ঘুরতে দেখা যায়নি, ফলে কেউই তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নন। এলাকাবাসীর ধারণা, তিনি পথভ্রষ্ট বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে। অনেকেই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণ রয়েছে। এদিকে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে,যদি কেউ ওই বৃদ্ধের পরিবার বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে অনুগ্রহ করে আমাদের জানান। এতে লাশের দাফন এবং আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।আমরা আশপাশের এলাকায় অনুসন্ধান চালাচ্ছি। পাশাপাশি মরদেহের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়েছে, যাতে কেউ তাকে শনাক্ত করতে পারেন।
তিনি আরও জানান,মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির চৌকস টিম কাজ করছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন।
তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক
Comments: