১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের তাণ্ডব: উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

image

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, রাত পৌনে দশটার দিকে ৫-৬টি মোটরসাইকেলে করে ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত মঠবাড়িয়ার বহেরাতলা সড়কে অবস্থান নেয়। পরে তারা তালা ভেঙে ঢুকে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ আহম্মেদ খানের তিনতলা ভবনে প্রবেশ করে। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।



খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, রাত ১০টা ৪ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।



এরপর কাপুড়িয়া পট্টি রোডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের বাড়িতেও একই ধরনের হামলার চেষ্টা হয়। দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করলেও তাতে সফল হয়নি। একই রাতে নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তরা জেলহাজতে থাকা ৬ নম্বর টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বাড়ির দরজার কাচ ভেঙে ফেলে।



হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে আত্মগোপনে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান বায়েজিদ আহম্মেদ খান তার ফেসবুকে লেখেন, "মঠবাড়িয়ায় আমার বাড়ি এখন জ্বলছে। কেউ আগুন নেভানোর চেষ্টা করবেন না। যেদেশে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে ফেলা হয়, সেখানে আমার বাড়ি নিস্প্রয়োজন।"

আরও পড়ুন: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি'র হুঁশিয়ারি: স্বৈরাচারীদের সাথে রাজপথেই হবে ফয়সালা

এ ঘটনায় মঠবাড়িয়ার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহিংসতা নাকি ব্যক্তিগত বিদ্বেষের জের ধরে এ হামলা হয়েছে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।





তানভীর হাসান, নিজস্ব প্রতিবেদক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading