১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

image

মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষন মামলায় অভিযুক্ত আসামি আবুল কালাম (১৯) কে আটক করেছে থানা পুলিশ। কুলাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ০৯(০২)২৫/ ২০০০(সংশোধনী/০৩) একটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি আবুল কালাম উপজেলার টিলাগাও ইউনিয়নের লংলা খাস এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার জানান, অপারেশন "ডেভিল হান্টের" অংশ হিসেবে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এ আসামিকে গ্রেপ্তার করে ওইদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।





তিমির বনিক, মৌলভীবাজার 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading