১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
যশোরের শার্শায় পুলিশের অভিযানে দু’দিনে আটক ৩

image

যশোরের শার্শায় গত দু’দিনে পুলিশের পৃথক অভিযানে একজন ডেভিলসহ মোট তিনজন ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার দুপর পর্যন্ত শার্শা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। আটকরা হলো, কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের সৈয়দ আলী হোসেনের ছেলে রাহুল, শার্শার চালিতাবাড়িয়া দীঘা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন, ও বাগআঁচড়া বাগুড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে মর্জিনা পারভীন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন খবরে সোমবার বিকালে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী সুইচ গেট রোডে আহলে হাদিস মসজিদ সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ রাহুল নামে এক যুবককে আটক করে। একইদিন রাত ৩ টা ৩০ মিনিটের দিকে অপারেশন ডেবিল হান্ট পরিচালনাকালে কায়বার চালিতাবাড়িয়া দীঘা গ্রাম থেকে আওয়ামীলীগ কর্মি উজ্জ্বল হোসেনকে আটক করে।

অপারদিকে, মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে বাগুড়ী গ্রাম থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্জিনা আক্তারকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





মোঃ ইমরান হোসেন হৃদয়

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading