১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
এখন থেকে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালন করবে সরকার

image

সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন।
শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দিবসটি ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হবে। তবে, এ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে না।

এই দিবস ঘোষণার ফলে, প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। বিশেষ স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করা হবে। জাতীয়ভাবে বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করতে পারবে।

বাংলাদেশের সামরিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় পিলখানা বিদ্রোহ। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে, এ দিবসের গুরুত্ব আরও বাড়াতে সরকারি ছুটি ঘোষণার বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading