বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে। ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগানে মুখরিত হয়ে তারা বাড়ির আসবাবপত্র ও একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে এ হামলা চালানো হয়। এর আগে সকালে সংগঠনের নিজস্ব ফেসবুক পেজ থেকে ‘মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি’ ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত ১০৬ জন, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
হামলার সময় ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দেওয়া হয়। আন্দোলনকারীরা বাড়ির ছাদ, ভেতর ও সামনের এলাকায় অবস্থান নেয়।, বাড়ির আসবাবপত্র ও ছাদের রেলিং ভাঙচুর করা হয়। একটি পোড়া গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা শুরুর পরও দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত হামলা চলমান ছিল।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বাড়িটি ওবায়দুল কাদেরের নয়, তার ছোট ভাই কাদের মির্জার। সকাল থেকে সাংবাদিক ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। আন্দোলনকারীরা দাবি করেন, শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের কারণে এই প্রতিবাদ। তারা হুঁশিয়ারি দেন, খারাপ রাজনীতির ফলাফল এমনই হবে।
এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী আন্দোলনের এই ধরণের প্রতিক্রিয়া রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
অনলাইন ডেস্ক
Comments: