রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিশোর গ্যাংসহ অপরাধীদের ধরতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
রাজধানীর মার্কেট, শপিংমল ও বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ছিনতাই, চুরি ও ডাকাতি রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি। ছদ্মবেশে কাজ করবে ডিবি সদস্যরা।
শনিবার (১ মার্চ) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রমজানে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং সদস্যরা যেসব অপরাধে জড়িত, সেগুলো কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, “রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির বেশিরভাগ ঘটনায় কিশোর গ্যাং জড়িত। তাই তাদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।”
রমজান মাসে সাধারণ মানুষের চলাচল বাড়ায় বিশেষ করে মার্কেট, শপিংমল, বাস টার্মিনাল ও ঢাকার প্রবেশদ্বারগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ডিবি সদস্যরা ছদ্মবেশে দায়িত্ব পালন করবে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ডিবি প্রধান আরও জানান, গোয়েন্দা পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা আরও জোরদার করার আশ্বাস দেন।
রমজান মাসে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কিশোর গ্যাংসহ অপরাধীদের দমনে ‘অল আউট অ্যাকশন’ চলবে পুরো মাস জুড়ে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে রমজানের ইবাদত ও কেনাকাটা করতে পারেন।
অনলাইন ডেস্ক
Comments: