১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
শার্শার কায়বা ও বাগআঁচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

image

যশোরের শার্শার কায়বা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে এ দিবস উপলক্ষে একটি শোক র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে বাগআঁচড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে এ শোক র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ন-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন উদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহব্বায়ক মনিরুজ্জামান মনি, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুরজ্জামান আশিক, মুন্না, টুটুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে,শার্শা থানা বিএনপির নির্বাহী সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি শোক র‍্যালী বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে বাগআঁচড়া হাই স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে অমর একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি সংগীতের তালে তালে দলীয় কর্যালয়ের সামনে নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বর্নির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি মহিদুল ইসলাম মহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





মোঃ ইমরান হোসেন হৃদয়

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading