১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
টেকনাফে জালে ধরা পড়ল ১৯৪ কেজির বিশাল ভোল মাছ, বিক্রি হলো ২.৬ লাখ টাকায়

image

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে জেলেদের টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের বিশাল এক ভোল মাছ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রোববার সকালে টেকনাফের নাফ নদীতে স্থানীয় জেলে কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে ১৯৪ কেজি ওজনের বিরল এই ভোল মাছ। মাছটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান, আর এটি ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়।

টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীতে জেলে কালু ফকিরের জালে বিশাল ভোল মাছটি ধরা পড়ে। মাছটি জেলেরা টানা জাল দিয়ে ধরেন, যেখানে ছোট-বড় অন্যান্য মাছও ধরা পড়ে। মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় করেন। জেলে নুর মোহাম্মদ জানান, এটি তার জালে ধরা পড়া সবচেয়ে বড় মাছ। মাছটির দাম প্রথমে ৩ লাখ টাকা হাঁকা হলেও পরে ব্যবসায়ী নুরুল আলম ২ লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সরকারের বিধিনিষেধ মানার ফলে সাগরে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। সাধারণত শীত মৌসুমে ৫-১৫ কেজির মাছ ধরা পড়লেও এবার ১৯৪ কেজির মাছ ধরা পড়েছে। জেলেরা এমন বড় মাছ পেয়ে উচ্ছ্বসিত এবং এটি তাদের জন্য সৌভাগ্যের বিষয় বলে মনে করছেন।

টেকনাফের জেলেদের জন্য এই বিশাল ভোল মাছ ধরা পড়া এক আনন্দের খবর। সরকারের বিধিনিষেধ মেনে মাছ ধরার ফলে এখন বড় মাছ ধরা পড়ছে, যা জেলেদের অর্থনৈতিকভাবে লাভবান করছে।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading