১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

image

সীমান্ত নিরাপদ রয়েছে এবং নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিজিবির মহাপরিচালকের মতে, যদি অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করা হয়, তাহলে সব বাংলাদেশি নিরাপদ থাকবে।

কক্সবাজারের উখিয়ায় নতুন বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয়, তাহলে বাংলাদেশেও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। সীমান্ত হত্যা রোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়েছে।

সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে উখিয়ায় বিজিবির নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ইয়াবা, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধের জন্য বিশেষ নজরদারি থাকবে। জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত ও নিরাপদ রয়েছে। নতুন বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading