১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
স্বাধীনবাংলা লেখক সম্মাননা ২০২৫ পেলেন মঠবাড়ীয়ার তরুণ কবি খান মোঃ মাসুম বিল্লাহ (কলমগীর)

image

সাহিত্যের প্রতি নিবেদিতপ্রাণ তরুণ কবি খান মোঃ মাসুম বিল্লাহ (কলমগীর) ২০২৫ সালের "স্বাধীনবাংলা লেখক সম্মাননা" অর্জন করেছেন। তার সৃজনশীল প্রতিভা ও সমাজ-সচেতন লেখনী তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য নির্বাচিত করেছে। মঠবাড়ীয়ার বেতমোর রাজপাড়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা খান মোঃ মাসুম বিল্লাহ (কলমগীর) ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার সঙ্গে জড়িত। তার কবিতা, গল্প এবং নাটকে সমাজের নানা সমস্যা ও মানুষের অনুভূতির বাস্তব চিত্র ফুটে ওঠে। তরুণ বয়সেই তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তার দুটি জনপ্রিয় কাব্যগ্রন্থ "কবিতা অবিকল মানুষের মতো ও পদ্মফুল" পাঠক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে তার লেখা প্রকাশিত হয়, যা সাহিত্যানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্বাধীনবাংলা লেখক সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। তিনি বলেন,খান মোঃ মাসুম বিল্লাহ (কলমগীর) সাহিত্যের অঙ্গনে একজন শক্তিশালী লেখক হিসেবে প্রতিষ্ঠিত। তার লেখনী আমাদের সমাজের সমস্যা ও সম্ভাবনাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। আমরা তার আরও সফলতা কামনা করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এই সম্মাননা পেয়ে অভিভূত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খান মোঃ মাসুম বিল্লাহ (কলমগীর)। তিনি বলেন,এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। এটি আমাকে আরও ভালো লেখার প্রেরণা জোগাবে। আমি ধন্যবাদ জানাই আমার পাঠক, সহকর্মী এবং সকলকে যারা আমাকে সমর্থন দিয়েছেন। স্বাধীনবাংলা লেখক সম্মাননা একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রতিবছর বিশেষ সাহিত্যিক অবদানের জন্য প্রদান করা হয় স্বাধীনবাংলা লেখক সম্মাননা।




তানভীর হাসান, নিজস্ব প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading