নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ মামলার রায় ঘোষণা করেন। বিচারক রবিউল আলম বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
১৩ ফেব্রুয়ারি আদালত যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। প্রধান আসামি খালেদা জিয়া বিদেশে থাকায় তার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে বলেন, অভিযোগের যথাযথ প্রমাণ নেই।
২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, নাইকোর সঙ্গে করা চুক্তিতে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
বিএনপি নেতারা এই রায়কে "ন্যায়বিচারের প্রতিফলন" হিসেবে দেখছেন। সরকারপক্ষ বলছে, উচ্চ আদালতে আপিল করা হবে।
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামির খালাস পাওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিএনপি নেতারা রায়কে স্বাগত জানালেও, দুদক আপিল করতে পারে বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক
Comments: