১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

image

রমজান, ঈদুল ফিতরসহ একাধিক ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাচ্ছে টানা ৪০ দিনের ছুটি। এসএসসি পরীক্ষার কারণে কিছু প্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হবে। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির মধ্যে রয়েছে রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর। এছাড়া, এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ২ মাস ১০ দিনের ছুটিতে থাকবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র-শনিবার থাকায় সর্বশেষ ক্লাস ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এ ছুটি সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২ মাস ১০ দিনের ছুটি থাকবে।

ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নোটিশ টানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী নিশ্চিত করেছেন, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারিত। কলেজ পর্যায়ের ছুটি নিয়েও একই নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছেন উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার। শিক্ষার্থীরা দীর্ঘ ছুটি পেয়ে আনন্দিত হলেও একটানা এতদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এবারের শিক্ষাপঞ্জিতে টানা ৪০ দিনের ছুটি থাকছে, যা শিক্ষার্থীদের জন্য দীর্ঘ বিশ্রামের সুযোগ তৈরি করবে। তবে এসএসসি পরীক্ষার কারণে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হবে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading