১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে শেখ হাসিনার ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশের প্রমাণ!

image

স্বৈরাচার শেখ হাসিনার নিষ্ঠুর নির্দেশের নতুন প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা না দিতে ও হাসপাতাল থেকে ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের দাবি, নতুন প্রমাণ আদালতে উপস্থাপন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের আহতদের চিকিৎসা না দিতে এবং তাদের ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দেন। আজ (রবিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, আহত রোগী, তাদের স্বজন ও হাসপাতালের চিকিৎসকরা এই নির্দেশনার বিষয়ে নিশ্চিত করেছেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিদর্শনের সময় চিকিৎসক ও রোগীরা স্বৈরাচার শেখ হাসিনার এই নিষ্ঠুরতার কথা জানান। ট্রাইব্যুনাল এই নির্দেশনার প্রমাণ হাতে পেয়েছে এবং আদালতে উপস্থাপন করেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের লাশ সুরতহাল করতে দেওয়া হয়নি, এমনকি মৃত্যুর প্রকৃত কারণও লুকানোর চেষ্টা করা হয়েছে। পুলিশের হামলার কারণে অনেক পরিবার শহীদদের লাশ দাফনেও বাধার সম্মুখীন হয়েছে।

প্রসিকিউটর আরও বলেন, আদালত জানতে চেয়েছেন, শহীদদের পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? তিনি জানান, তৎকালীন মানবতাবিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, শহীদদের দ্রুত দাফন করতে বাধ্য করা হয়েছে।

শেখ হাসিনার নিষ্ঠুরতার প্রমাণ যথাযথ যাচাই-বাছাই ও ফরেনসিক পরীক্ষার পর গণহত্যা ও মানবতাবিরোধী মামলার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। এই ঘটনা ইতিহাসের নির্মম এক অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading