০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

image

হাইকোর্ট অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বাবরের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। ওই সময় তার গুলশানের বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ২০০৭ সালের ৩ জুন গুলশান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। একই বছরের ৩০ অক্টোবর মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০০৭ সালেই তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে আজ (১৯ মার্চ) রায় ঘোষণা করা হয়।

দীর্ঘ ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হলেও ধাপে ধাপে জামিন ও খালাস পাওয়ার পর ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর অস্ত্র মামলার সাজা থেকে হাইকোর্টের রায়ে খালাস পেলেন তিনি। এর ফলে তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading