০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
রাজনগরে হত্যা মামলার আসামি আজাদ র‍্যাব-৯ এর জালে

image

মৌলভীবাজারের রাজনগরে ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আলোচিত হত্যা মামলা (মামলা নং- ০৩/১৭০,০৮/১২/২৪ইং আসামী সৈয়দ আজাদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। র‍্যাব-৯ এর অভিযানে মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নং আসামি সৈয়দ আজাদ আলী(৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার ২১শে মার্চ দিবাগত রাত দেড় টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামের জৈনক ছালিক মিয়ার বসত ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৈয়দ আজাদ আলী রাজনগর উপজেলার সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে রাজনগর থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৯।

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামি আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রাজনগর থানার ওসি।





তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading