০৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখলো হাইকোর্ট

image

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। অবশেষে আজ এই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিম্ন আদালতের রায় পর্যালোচনা করতে ২০২২ সালের ৬ জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছে। দীর্ঘ শুনানি শেষে আজ হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার রায় দেন।

হাইকোর্টের এই রায়ের মাধ্যমে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। তবে আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন বলে জানা গেছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading